তবে কীভাবে তারা দগ্ধ হলেন বা আগুনের সূত্রপাত কীভাবে হল, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি পুলিশ বা র্যাব।
Published : 30 Jan 2024, 09:06 AM
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে এক ভবনের ফ্ল্যাটে দগ্ধ হওয়া র্যাব সদস্যের পর তার সঙ্গী নারীও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার ভোর ৪টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টুম্পা রানী দাস নামের ৪০ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয় বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুল রহমান মোল্লা জানান।
টুম্পা নিতাইগঞ্জের ভবানীগঞ্জ এলাকায় ওই তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে দুই শিশু সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।
ওসি বলেন, টুম্পার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে ১৪ সেপ্টেম্বর বিকালে র্যাব-১১ এর সদস্য অভিজিৎ সিংয়ের (২৮) মৃত্যু হয় বার্ন ইনস্টিটিউটে। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে ভবানীগঞ্জের ওই ফ্ল্যাটে দগ্ধ হন অভিজিৎ ও টুম্পা। তবে কীভাবে তারা দগ্ধ হলেন বা আগুনের সূত্রপাত কীভাবে হল, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি পুলিশ বা র্যাব।
অভিজিৎ সিংয়ের মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]