চিম্বুক পাহাড়ে শস্যপূজা

জুম চাষের আগে নাচ-গান ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ম্রো নৃগোষ্ঠী শস্যপূজা উৎসব পালন করেছে। বান্দরবান সদর থেকে ১৫ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ে ম্রো পাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণত মার্চের প্রথম সপ্তাহ থেকে জুমের জন্য জঙ্গল কাটা শুরু হয়। জুমিয়াদের বিশ্বাস অনুযায়ী, জঙ্গল কাটার আগেই জুমের দেবতার উদ্দেশে সম্মান জানানোর জন্য পূজার মাধ্যমে প্রার্থনা করা হয়। পাহাড়ে ১১টি নৃগোষ্ঠী শস্যপূজা একেকভাবে করে থাকে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে বৃহস্পতিবার সকালে চিম্বুক পাহাড়ে ম্রো পাড়া থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে পাড়ার বটতলী মাঠে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

উসিথোয়াই মারমাবান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2024, 02:40 PM
Updated : 29 Feb 2024, 02:40 PM