আশুলিয়ায় পোশাকশ্রমিককে ‘রড দিয়ে পিটিয়ে হত্যা’

ঢাকার আশুলিয়ায় এক পোশাকশ্রমিককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 05:56 PM
Updated : 4 July 2022, 05:56 PM

সোমবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে আশুলিয়া থানার এসআই রাজু মণ্ডল জানান।

নিহত রাকিবুল ইসলাম উজ্জ্বল (২৪) বগুড়ার সাড়িয়াকান্দি থানার চন্দনবাইশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া বাসায় থেকে নতুন ইপিজেডে প্যাকজার বাংলাদেশ নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন রাকিবুল।

তার মামাত ভাই মো. সজীব বলেন, “প্রেমের দ্বন্দ্বের জেরে শুক্রবার রাতে রাকিবুলকে ফোন করে ডেকে নেন জুয়েল নামে এক ব্যক্তি। জুয়েলের সঙ্গে আরও পাঁচ-সাতজন ছিলেন। কথাকাটাকাটির একপর্যায়ে রাকিবুলকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে রাখে তারা।

“তাকে উদ্ধার করে প্রথমে নরসিংহপুর এলাকায় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসা চলাকালে সকালে রাকিবুল মারা যান।”

পুলিশ ঘটনার বিষয়ে বিস্তারিত বলতে পারেনি।

এসআই রাজু বলেন, “নারীঘটিত কোনো বিষয় নিয়ে রাকিবুলকে রড দিয়ে পিটিয়ে আহত করে তার বন্ধুরা। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান।”

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই রাজু মণ্ডল।