গাজীপুরে ‘ধর্ষণ, ভিডিও ধারণ’, একজন গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2022 05:49 PM BdST Updated: 16 May 2022 05:49 PM BdST
গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাসুম বিল্লাহ (৩২) নড়াইলের নড়াগাতি থানার মহাজন এলাকার মো. ইকরাম শেখের ছেলে।
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন।
ওসি মামলার নথির বরাতে বলেন, মাসুম গাজীপুর সিটির বাদে-কলমেশ্বর এলাকায় আফছার উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় থাকেন; আর চাকরি করেন ঢাকার মিরপুরে ইপিলিয়ন নামে একটি পোশাক কারখানায়। একই বাসায় ভাড়া থাকেন এক নারী; স্বামীর সঙ্গে যার ছাড়াছাড়ি হয়ে গেছে। তার সঙ্গে মাসুমের সখ্য হয়। মাসুম তার আগের স্ত্রীর কথা গোপন রেখে ওই নারীকে বিয়ে ও চাকরির প্রলোভন দিয়ে মিরপুরে নিয়ে যান। সেখানে আরেকটি বাসা ভাড়া করে স্বামী-স্ত্রীর পরিচয়ে একসঙ্গে থাকা শুরু করেন তারা। এ সময় মাসুম কৌশলে ওই নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করেন।
বিয়ে করবেন বলে মাসুম তার কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ।
ওসি বলেন, “মাসুম ওই নারীকে জানিয়ে দেন তিনি তাকে বিয়ে করবেন না; তবে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করতে থাকেন।”
রোববার রাতে ওই নারী গাছা থানায় নারী ও শিশুনির্যাতন দমন এবং পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার পর রাতেই মাসুমকে গাজীপুরের ঠিকানা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি ইসমাইল হোসেন।
-
আক্কেলপুর থানার ওসি পরোয়ানার ৬ মাসেও গ্রেপ্তার হননি
-
ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
স্কুলে পাঠদান: আশুলিয়ার সেই কলেজের অধ্যক্ষকে শোকজ
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার রগ কর্তনে গ্রেপ্তার ১
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে