নড়াইলে ৩ কিলোমিটার পথচিত্রে ইতিহাস আর বর্তমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে নড়াইল শহরে তিন কিলোমিটার পথচিত্র আঁকা হচ্ছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2022, 07:03 PM
Updated : 19 Feb 2022, 07:40 PM

জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু করে শহরের কুরিরডোব মাঠ প্রাঙ্গণ পর্যন্ত তিন কিলোমিটার সড়কজুড়ে আঁকা হবে বিভিন্ন আল্পনা।

শনিবার রাতে শহরের চৌরাস্তায় পথচিত্র অঙ্কণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

পথচিত্রে ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড, বিভিন্ন বর্ণমালা, স্বাধীনতার বিভিন্ন শ্লোগান, গ্রামবাংলার চিত্র-আল্পনাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্নফুলী ট্যানেল তুলে ধরা হবে বলে জানান এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ চিত্রশিল্পী অনাদী বৈরাগী।

রোববার ভোর ৬টা র্পযন্ত তিন শতাধিক স্বেচ্ছাসেবক ও চিত্রশিল্পী ১১টি দলে ভাগ হয়ে এ কাজ সম্পন্ন করবেন বলে বিডিনিউজটোয়েন্টিফোরডটকমকে জানান এজন্য গঠিত বাস্তবায়ন কমিটির আহবায়ক নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ রবিউল ইসলাম।

এ কাজের জন্য ১৬ লাখ টাকার প্রায় চার হাজার লিটার রঙের প্রয়োজন হচ্ছে, যা নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বনি র্মুতজা ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান তিনি।

পথচিত্র বাস্তবায়ন কমিটি, নড়াইলের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।

অধ্যাপক রবিউল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী,স্বাধীনতার সুর্বনজয়ন্তী, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের শহীদদের স্মরণে ব্যতিক্রমী এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

পথচিত্র অঙ্কনের কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন র্মুতজার পিতা গোলাম র্মতুজা স্বপন, নড়াইল সম্মিলিত সাংস্কৃতকি জোটের সভাপতি মলয় কুণ্ডু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।