জেএমবির বোমা হামলা: চুয়াডাঙ্গায় একজনের যাবজ্জীবন

সারা দেশে জেএমবির বোমা হামলার ঘটনায় চুয়াডাঙ্গায় তাদের এক সদস্যকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2022, 09:59 AM
Updated : 8 Feb 2022, 11:37 AM

চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক লুৎফর রহমান শিশির মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সাইখুল ইসলাম ওরফে রাকিব (৩৫) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।

আদালতের এপিপি গিয়াসউদ্দিন মামলার নথির বরাতে জানান, ২০০৫ সালে সারা দেশের মতো চুয়াডাঙ্গা জেলায়ও বোমা হামলা হয়। জেলার আদালত চত্বর, পুরাতন জেলখানা এলাকাসহ মোট পাঁচ জায়গায় বোমা বিস্ফোরিত হয়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা থানায় মামলা করা হয়।

“মামলায় ১৮ জনের সাক্ষ্য নিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি জেএমবি সদস্য সাইখুল ইসলাম ওরফে রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।”

রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এপিপি গিয়াসউদ্দিন।

২০০৫ সালের ১৭ অগাস্ট বিএনপি শাসনামলে রাজধানী ঢাকাসহ সারা দেশে একযোগে দফায় দফায় টাইম বোমা বিস্ফোরিত হয়। এতে দুইজন নিহত এবং শতাধিক আহত হন। সেসব ঘটনায় সে সময় বিভিন্ন স্থানে সেদিনই অন্তত ৫০ জনকে আটক করা হয়।

পেতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনাগুলো মূলত সরকারি অফিস এবং আদালত এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঘটে। সব এলাকায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ নামের একটি সংগঠনের বাংলা, আরবি ও উর্দুতে লেখা বেশ কিছু লিফলেট মেলে। বেশির ভাগ স্থানে বোমা বিস্ফোরণের পর ব্যবহৃত ব্যাটারি, তার ও টাইম ডিভাইস উদ্ধার করা হয়।