লক্ষ্মীপুরে জেলা পরিষদ সদস্যকে ‘হত্যার চেষ্টা’, আটক ২

লক্ষ্মীপুরে এক জেলা পরিষদ সদস্যকে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে পার্শ্ববর্তী ইউনিয়নের বাজারে ‘অস্ত্রের মহড়া’ দেওয়ার সময় জনতা দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2021, 12:51 PM
Updated : 10 Nov 2021, 12:51 PM

কমলনগর উপজেলার চরলরেন্স ও চরকাদিরা ইউনিয়নে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য গিয়াস উদ্দিন মোল্লার অভিযোগ।

গিয়াস উদ্দিন মোল্লা চরলরেন্স ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিনের ভাই।

আটকরা হলেন আরমান কবির ও মাইনুল ইসলাম প্রদীপ। তারা পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা।

গিয়াস উদ্দিন মোল্লার অভিযোগ, গত কয়েক দিন ধরে বহিরাগত কয়েকজন তাকে এলাকায় খোঁজ করেছে।

“আটকরা [যারা আটক হয়েছেন] এসে স্থানীয়দের কাছে আমার খোঁজ নিয়েছে। পরে বাড়ি এসে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে এক রাউন্ড গুলি ছোড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা আরও ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে স্থানীয়রা তাদের আটক করে।”

নির্বাচনকে কেন্দ্র করে একদল লোক মঙ্গলবার রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারে হাতবোমা ফাটিয়ে অস্ত্রের মহড়া দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, অস্ত্রের মহড়া দেওয়ার সময় স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের একটি দেশে তৈরি এলজিসহ আটক করে থানায় নিয়ে আসে।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কমলনগরের চরকাদিরা, চরলরেন্স ও চরমার্টিন ইউনিয়নে বৃহস্পতিবার (১১ নভেম্বর ভোট গ্রহণ হবে।