সিরাজগঞ্জে স্কুলছাত্রী হত্যায় ২ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের কামারখন্দে এক স্কুলছাত্রীকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।  

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2021, 04:27 PM
Updated : 26 Oct 2021, 04:27 PM

এই দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়, যা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর করে বিনাশ্রম কারাভোগ করতে হবে।

আদালতের পিপি আব্দুর রহমান জানান, মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। 

দণ্ডিতরা হলেন কামারকন্দ উপজেলার কাজিপুরা গ্রামের শফিকুল ইসলাম স্বপন ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রায়গঞ্জ গ্রামের আব্দুল করিম শেখের ছেলে মোতালেব হোসেন।

মামলা হওয়ার পর থেকে মোতালেব পলাতক রয়েছেন বলে পিপি আব্দুর রহমান জানান।

মামলার বরাত দিয়ে পিপি বলেন, কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের মেনহাজ উদ্দিনের বাড়িতে দিনমজুরের কাজ করতেন মোতালেব হোসেন। এ সময় স্কুলছাত্রী সুরাইয়ার সঙ্গে পাশের বাড়ির শরিফুল ইসলামের ঝগড়া হয়।

“এর জেরে শরিফুলের ভাই শফিকুল ইসলাম মেয়েটিকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুসারে ২০০২ সালের ৬ জুলাই রাতে মোতালেব ও শফিকুল ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে সুরাইয়াকে আহত করেন।”

ঘটনাস্থলেই সুরাইয়ার মৃত্যু হয় বলে মামলায় বলা হয়, বলেন পিপি।

পিপি আরও বলেন, সুরাইয়ার চিৎকার শুনে বড় বোন শম্পা খাতুন ঘুম থেকে উঠে বাতি জ্বালালে ঘর থেকে মোতালেবকে বেরিয়ে যেতে দেখেন।

এ ঘটনায় সুরাইয়ার বাবা মেনহাজ উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।