নওগাঁ হাসপাতালে ট্যাংক থেকে অক্সিজেন সরবরাহ শুরু

সীমান্ত জেলা নওগাঁ সদর জেনারেল হাসপাতালে বসানো ট্যাংক থেকে অক্সিজেন সরবরাহের জটিলতা কেটেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2021, 06:05 PM
Updated : 30 June 2021, 06:25 PM

চিকিৎসাধীন রোগীদের মঙ্গলবার রাত থেকে ট্যাংক থেকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন এ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. এবিএম হানিফ।

এক সাথে ১১৪ জন রোগীকে অক্সিজেন দেওয়ার পয়েন্ট থাকলেও ডিভাইস কম থাকায় ৯৫ জন রোগীকে এক সাথে অক্সিজেন সরবরাহ সম্ভব হচ্ছে।

সপ্তাহ দুই আগে লিকুইড অক্সিজেনের টাংকটি স্থাপন করা হয়। তবে বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স জটিলতায় এবং তরল অক্সিজেন না আসায় আটকে ছিল সরবরাহ।

ডা. হানিফ জানান, নওগাঁ সদর জেনারেল হাসপাতাল এবং সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু আছে। এসব কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ কেন্দ্র থেকে এক সাথে ৩০ জন করে রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব।

ডা. আবু হানিফ জানান, মঙ্গলবার হাসপাতালে সাড়ে ৬ হাজার লিটার ধারণ ক্ষমতার ট্যাংকে ৬ হাজার লিটার তরল অক্সিজেন ভরা হয়। রাত থেকে রোগীদের অক্সিজেন সরবরাহ করা শুরু হয়।