রাজশাহী থেকে বাস চালানোর ঘোষণা শ্রমিকদের

সরকারি বিধিনিষেধ না তুললেও দুদিন পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চালানোর ঘোষণা দিয়েছেন মোটর শ্রমিকরা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2021, 01:01 PM
Updated : 4 May 2021, 01:01 PM

মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।

মাহাতাব হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, “আগামী ৬ মে থেকে যেকোনো মূল্যে বাস চলবে। কোনো বাধা মানা হবে না “

তিনি বলেন, “আন্তঃজেলা বাস যদি চলে তাহলে দূরপাল্লার বাস চললে সমস্যাটা কোথায়? বরং দূরপাল্লার বাসেই ক্ষতির আশঙ্কা কম। ট্রেন চললে বাস চলতে পারবে না কেন?”

তিনি সরকারের উদ্দেশে বলেন, “ঢাকা থেকে একজন যাত্রী রাজশাহীতে আসতে চাইলে তাকে কয়টা জেলা পার হতে হয় সে হিসাব কি আছে তাদের কাছে?”

মাহাতাব হোসেন চৌধুরী বলেন, শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের পেটে ভাত নেই। তারা করোনায় মরতে চায়; কিন্তু না খেয়ে মরতে চায় না।

“এইজন্য আমরা সরকারি নির্দেশনায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ৬ মে থেকে সব রুটে বাস চালাব। কোনা বাধা মানা হবে না।”