গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2020, 07:53 AM
Updated : 28 Nov 2020, 02:09 PM

টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের মালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্তনীয়া (৩২), নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যানচালক আকামুদ্দিন মোল্লা (৫০) ও বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদহ গ্রামের ঠাণ্ডা মিয়া (৫৫)।

আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।

ওসি বলেন, “দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিরোজপুর জেলার নাজিরপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।”

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১৪ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও ছয়জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে পাঠায়।

গোপালগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক অসিত মল্লিক জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।