গাজীপুরে বনরুই উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পাচারকারীদের ফেলে যাওয়া একটি বনরুই উদ্ধার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 06:03 AM
Updated : 30 Sept 2020, 06:03 AM

বনবিভাগের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় থেকে মঙ্গলবার ৩ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের বররুইটি উদ্ধার করা হয় বলে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ-আস-সাদিক জানান।

সাদিক বলেন, “গত ২৬ সেপ্টেম্বর ফেইসবুকের মাধ্যমে জানতে পারি যে, কালিয়াকৈর উপজেলায় একটিবনরুই ধরা পড়ার সেটি পাচারকারী চক্রের হাতে চলে গেছে।

“বনরুইটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি টিম তিনদিন ধরে ওই এলাকায় অভিযান চালায়। পরে ধরা পড়ার ভয়ে পাচারকারীরা বনরুইটি ফেলে দিয়ে পালিয়ে যায়।”

বনরুইটি আলো-বাতাস ও খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েছে; সুস্থ হলে প্রাণিটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলে জানান এ বন কর্মকর্তা।  

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বনরুই পাচারকারী চক্রকে ধরার জন্য অভিযান চালাচ্ছে বলেও জানান সাদিক।