জয়পুরহাটে প্রথম করোনাভাইরাস আক্রান্তের মৃত্যু

জয়পুরহাটে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে; যিনি পেশায় একজন ব্যবসায়ী।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2020, 03:46 PM
Updated : 18 July 2020, 03:46 PM

শনিবার সকালে বগুড়ার বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে দুপুরে নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. সেলিম মিয়া।

প্রয়াত মামুন সরদারের কালাই উপজেলার পৌর সদরের থানাপাড়া মহল্লায় বাড়ি।

সিভিল সার্জন ডা. সেলিম মিয়া জানান, মৃত ওই ব্যক্তির করোনাভাইরাস পজিটিভ ছিল।

“জয়পুরহাটে করোনায় এই প্রথম একজনের মৃত্যুর ঘটনা ঘটল।”

প্রয়াতের পরিবারের সদস্যরা জানান, করোনা উপসর্গ নিয়ে মুমূর্ষ অবস্থায় তাকে শুক্রবার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।

এছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জেলায় আরো দুইজন মারা গেছে। জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৮১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ৭ হাজার ৪৯৩ জনের ফলাফল এসছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৬২৩।