রাজশাহীতে করোনাভাইরাসে ঠিকাদারের মৃত্যু

রাজশাহী শহরে করোনাভাইরাসে আক্রান্ত এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2020, 02:02 PM
Updated : 10 July 2020, 02:02 PM

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান।

তিনি বলেন, ৬৫ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি রাজশাহী শহরের রানীবাজার মোড় এলাকায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

তার ভাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাকে শনিবার ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার পজিটিভ আসে। এরপর থেকে তিনি ওই হাসপাতালেই ছিলেন।

শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহীতে ১৪৬৯ জনের করানাভাইরাস শনাক্ত হয়েছে, জানিয়েছেন জেলার সিভিল সার্জন এনামুল হক।

তিনি বলেন, তাদের মধ্যে ১১৩৫ জনই সিটি করপোরেশন এলাকার। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পবা উপজেলায় রয়েছেন ৯২ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩২১ জন।

আর রাজশাহী বিভাগে শুক্রবার দুপুর পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮০২৫ জন, জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য।