করোনাভাইরাস: আক্রান্তের তালিকায় সরকারি কর্মীরা

দেশে তিনশ’ বেশি মৃত্যুর খবরের পর করোনাভাইরাসে কয়েকটি জেলায় পুলিশ, সেবিকাসহ সরকারি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর এসেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2020, 07:10 PM
Updated : 16 May 2020, 07:15 PM

শনিবার এসব খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

বগুড়া

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষায় পুলিশ, সেবিকা, গাড়ির চালকসহ ১৪ জনের শনাক্ত হয়েছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন জানান, শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে বগুড়ায় কর্মরত ১২ জন পুলিশ সদস্য, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য যোগদাকারী এক সেবিকা ও এক গাড়িচালকের কেভিড-১৯ শনাক্ত হয়েছে।

নেত্রকোণা

নেত্রকোণায় নতুন করে পুলিশ, সরকারি কর্মচারী,স্বাস্থ্যকর্মী ও শিশুসহ ১৭ জন করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

এ জেলার সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে চারটি স্লটে নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে।

এতে কেন্দুয়ায় ১২ জন, দুর্গাপুরে তিন জন, মদন ও খালিয়াজুরীতে একজন করে রয়েছেন।

এদের মধ্যে কেন্দুয়া থানার আটজন পুলিশ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তিনজন কর্মচারী, ডেমিয়েন ফাউন্ডেশনের যক্ষা ও কুষ্ঠ হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী এবং দুর্গাপুরে শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছেন বলে জানান তিনি।

এ জেলায় কেন্দুয়া উপজেলাতেই সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত সরকারি হিসাবে। এ নাগাদ উপজেলাটিতে ইউএনও, ওসি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, স্বাস্থ্যকর্মীসহ মোট ২৪ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে আর মারা গেছেন দুইজন।

দিনাজপুর

দিনাজপুরে শনিবার একদিনেই ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে ঘোড়াঘাট উপজেলায় সর্বোচ্চ ১৫ জনের কোভিড-১৯ রোগ ধরা পড়েছে। এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮২ জনে।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, শনিবার পাওয়া রিপোর্টে দিনাজপুরে আক্রান্ত ১৮ জনের মধ্যে ১৫ জনই ঘোড়াঘাট উপজেলার এবং নবাবগঞ্জ, বিরল ও ফুলবাড়ী উপজেলায় একজন করে রোগী পাওয়া গেছে।

জেলার ১৩ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৮২ জনের মধ্যে সদরে ১৭ জন, ঘোড়াঘাটে ১৯ জন, কাহারোলে ৭ জন, বিরলে ৭ জন, বোচাগঞ্জে ৫ জন, পার্বতীপুরে ৫ জন, ফুলবাড়ীতে ২ জন, নবাবগঞ্জে ৬ জন, হাকিমপুরে ২ জন খানসামায় ১ জন, বিরামপুরে ৪ জন, চিরিরবন্দরে ১জন এবং বীরগঞ্জ উপজেলায় ৬জন রয়েছেন।