লালমনিরহাটে ‘যৌতুকের জন্য গৃহবধূ খুন’

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে হত্যার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2020, 01:13 PM
Updated : 11 May 2020, 01:13 PM

উপজেলার  জোংড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মমিনপুর এলাকা থেকে রোববার রাতে আরজিনা বেগমের (২৬) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

দুই সন্তানের জননী আরজিনা ওই এলাকার আজিজার রহমানের ছেলে রাসেল মিয়ার (২৮) স্ত্রী এবং জেলার ডিমলা উপজেলার বাইশপুকুর খালিশা গ্রামের আমির উদ্দিনের মেয়ে।

আমির উদ্দিন বলেন, “বিয়ের পর থেকে রাসেল ও তার বাড়ির লোকজন আরজিনাকে যৌতুকের দাবিতে প্রায়ই মারধর করত। একই কারণে রোববার দুপুরে আরজিনাকে মারধর করে হত্যা পর লাশ ঘরে ঝুলিয়ে রেখে শ্বশুর, ভাসুর, জা ও ননদরা পালিয়ে যায়।”

পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের  মর্গে পাঠায় বলে জানান আমির।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রাসেলকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।