মুন্সীগঞ্জে আরও ৪৭ জনের কোভিড-১৯ শনাক্ত

মুন্সীগঞ্জে স্বাস্থ্য বিভাগের ১৪ জনসহ আরও ৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2020, 12:12 PM
Updated : 3 May 2020, 12:12 PM

এ কারণে রোববার জেলায় শতাধিক বাড়ি অবরুদ্ধ করা হয়েছে বলে সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, রোববার আসা ফলাফলে জেলায় নতুন ৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে স্বাস্থ্য বিভিাগের ১৪ জন রয়েছেন।   

তিনি জানান, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হলো ১৬৪ জনের। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে সাত জনের।

“এছাড়া রোববার সকালে ১১৮ জনের নমুনা নিপসমে পাঠানো হয়েছে। আইইডিসিআরে পাঠানো ২৮ এপ্রিলের নমুনার রিপোর্ট এখনু পৌঁছেনি।”

জেলা থেকে এ পর্যন্ত ৯৪৬টি নমুনা পঠানো হয়েছে; এর মধ্যে ৭৬৬টির রিপোর্ট পাওয়া গেছে বলে তিনি জানান।