এসএসসি: কিশোরগঞ্জে তিন শিক্ষকের সাজা

কিশোরগঞ্জে এসএসসির পরীক্ষায় দায়িত্বে অকহেলার অভিযোগে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2020, 04:15 PM
Updated : 13 Feb 2020, 04:15 PM

বৃহস্পতিবার জেলার ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর দারুচ্ছুন্না নেছারিয়া মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে এ সাজা দেওয়া হয়েছে।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাশবাড়ি ইসলামীয়া মাদ্রাসার সহকারী সুপার মো. আসাদ উল্লাহ এবং কালিকাপ্রসাদ ইউনিয়নের মৌলভী কেরামত আলী মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মতিউর রহমানকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া পৌর এলাকার ঘোড়াকান্দা আপ্তাবুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

ভৈরবের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খীসা কেন্দ্র পরিদর্শনে গিয়ে অনিয়ম দেখতে পেয়ে তাৎক্ষণিক এ আদেশ দেন।

হিমাদ্রি খীসা জানান, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাদের শাস্তি দেওয়া হয়েছে।

“নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের পরিবেশ বজায় রাখার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

শম্ভুপুর দারুচ্ছুন্না নেছারিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের সুপার মো. মাসুদ আলম জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনকালে দায়িত্ব অবহেলার কারণে মতিউর রহমান ও আসাদ উল্লাহকে আজীবনের জন্য এবং নজরুল ইসলামকে এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।