ফেনীতে আরও ১৪ ডেঙ্গু রোগী

ফেনী সদর হাসপাতাল ও ডায়াবেটিক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2019, 08:18 AM
Updated : 30 July 2019, 08:18 AM

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু তাহের পাটোয়ারী জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ১২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

“প্রথম দিকে ভর্তি হওয়া সব রোগী জেলার বাইরে থেকে আসলেও ফেনীতে আক্রান্ত হয়ে সোমবার বিকেলে একজন ভর্তি হয়েছেন। মো. হাসান নামে এই রোগী ফেনী সরকারি কলেজের ছাত্র। শহরের ফলেশ্বর এলাকায় কলেজ ছাত্রাবাসে থাকেন।”

গত তিন সপ্তাহে এ হাসপাতালে মোট ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন জানিয়ে আরএমও বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ জন। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতপালে পাঠানো হয়েছে।

ফেনী ডায়াবেটিক হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ বলেন, গত ২৪ ঘণ্টায় তাদের হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন দুই ডেঙ্গু রোগী। গত এক মাসে তাদের হাসপাতালে ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। মঙ্গলবার সকাল পর্যন্ত চারজন ভর্তি রয়েছেন। ইতোমধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন।

ফেনীতে এখন পর্যন্ত একজন রোগী এডিস মশার জীবাণুতে আক্রান্ত হয়ে হাসপাতপালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন নিয়াতুজ্জামান।