বাগেরহাটে এক চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোল্লা মোতাহার হোসেন তার উপর হামলার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2019, 07:48 AM
Updated : 31 March 2019, 07:48 AM

রোববার দুপুরে তিনি সাংবাদিকদের কাছে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

মোতাহার সাংবাদিকদের বলেন, “আমার উপর হামলা এবং ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের করে দেওয়া হয়েছে। মোল্লাহাট উপজেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে নির্বাচনের কোন পরিবেশ নেই। তাই আমি এই নির্বাচন বর্জন করলাম।”

তবে অভিযোগ অস্বীকার করে বাগেরহাটের রির্টানিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ সাংবাদিকদের বলেন, মোল্লাহাট উপজেলার ৩৯টি ভোট কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর পর্যন্ত কোন প্রার্থীর কাছ থেকে অনিয়ম বা হামলার খবর পাইনি।

স্বতন্ত্র প্রার্থী মোল্লা মোতাহার হোসেন নির্বাচন বর্জন করেছেন এমন কোন লিখিত অভিযোগ বা চিঠিও তিনি পাননি বলে জানান। 

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ২২ জেলার ১০৭টি উপজেলায় রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

মোল্লাহাট উপজেলায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহীনুল আলম ছানা এবং জাতীয় পার্টির (এরশাদ) মো. কামরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করেন।