‘ডিবি’ পরিচয়ে নারায়ণগঞ্জে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ঢাকা থেকে তুলে নেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2018, 05:28 AM
Updated : 16 Sept 2018, 05:57 PM

ঢাকার পল্টন এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মশিউরকে তুলে নেওয়া হয় বলে তার ছোট ভাই মহিবুর রহমান রানা অভিযোগ করেছেন। তবে তা অস্বীকার করেছে পুলিশ। 

মহিবুর বলেন, রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তার মোবাইলে ফোন করে জানান যে, পল্টন এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন একটি কালো হাইয়েস মাইক্রোবাসে করে রনিকে তুলে নিয়ে গেছে। পরে ওই ব্যক্তি ফতুল্লা থানায় যোগাযোগ করতে বলে ফোনের লাইন কেটে দেন।

“এরপর রনির মোবাইলে একাধিকবার ফোন করেও তা বন্ধ পাওয়া যায়। ওই ব্যক্তির সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।”

পরে তারা ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসে যোগাযোগ করলে তারা রনিকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন বলে মহিবুর জানান।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম জানান, রনিকে গ্রেপ্তারের বিষয়টি তার জানা নেই।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, রনির বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে; তবে এ থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়নি।