ঝাড়ফুঁকের অজুহাতে গৃহবধূকে ধর্ষণ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ঝাড়ফুঁকের অজুহাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক কবিরাজের বিরুদ্ধে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2018, 02:01 PM
Updated : 24 April 2018, 02:01 PM

ওই গৃহবধূ বাদী হয়ে সোমবার রাতে মামলা করে বলে মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান।

সোমবার বিকেলে উপজেলা সদরের লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার পর কবিরাজ আইজুল হক মুফতী (৫০) পলাতক রয়েছেন। তার বাড়ি উপজেলার এনায়েতপুর গ্রামে।

মঙ্গলবার সকালে নওগাঁ সদর হাসপাতালে ওই গৃহবধুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

মামলার বরাত দিয়ে ওসি জানান, গত পাঁচ বছর ধরে আইজুল হক নিজেকে কবিরাজ হিসেবে প্রচার করে উপজেলা সদরের লিচু বাগান এলাকার একটি বাড়িতে চিকিৎসা দিয়ে আসছিলেন। জিন-ভূত তাড়ানোর কথা বলে লোকজনকে ঝাড়ফুঁক দেন তিনি। সোমবার বিকালে পত্নীতলা উপজেলার ওই গৃহবধূ তার কাছে চিকিৎসা নিতে আসেন।

জিন তাড়ানোর জন্য গোপনে ঝাড়ফুঁক দিতে হবে বলে বাড়ির ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করে। ওই গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানালে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কবিরাজের বাড়ি ঘেরাও করলে কৌশলে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

ওই গৃহবধুর স্বামী বলেন, তার স্ত্রী বেশ কিছু দিন ধরে অস্বাভাবিক আচরণ করায় স্থানীয়দের পরামর্শে সোমবার কবিরাজ আইজুল মুফতীর বাড়িতে নিয়ে আসেন। কবিরাজকে সমস্যার কথা বললে তার স্ত্রীকে জিনে ধরেছে বলে জানান ।

“পরে জিন তাড়াতে নির্জনে ঝাড়ফুঁক দিতে হবে বলে আমাকে বাড়ির বাইরে বসতে স্ত্রীকে বাড়ির ভেতরে ডেকে নেয়। ওই বাড়ি থেকে বেরিয়ে আমার স্ত্রী আরও অস্বাভাবিক আচরণ করে অসুস্থ হয়ে যায় এবং কবিরাজ তাকে ধর্ষণ করেছে জানান।”