হাতকড়াসহ আসামির পলায়ন, ৮ পুলিশ প্রত্যাহার

মাদারীপুরে আদালত চত্বর থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় আট পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2017, 02:13 PM
Updated : 9 Oct 2017, 05:07 PM

সোমবার তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান মাদারীপুর পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন।

তিনি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে আদালত পুলিশের আট কনেস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

সোমবার সকালে কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশভ্যান থেকেচুরি মামলার সন্দেহভাজন আসামি শহিদুল হাওলাদার হাতকড়াসহ পালিয়ে যায়।

শিবচর উপজেলার সিকদারকান্দি গ্রামের বাহের হাওলাদারের ছেলে শহিদুলকেচুরির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গত ৪ অক্টোবর পুলিশ গ্রেপ্তার করে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক রমেশ চন্দ্র দাস।

তিনি বলেন, সোমবার শহিদুলের জামিন আবেদন শুনানির দিন ছিল। কারাগার থেকে আদালতে আনার সময় তিনি পালিয়ে যান।