সিলেটের মেয়রকে আদালতে তলব

ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ ও তাদের তালিকার নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেওয়ায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেনকে তলব করেছে আদালত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2017, 09:36 AM
Updated : 9 Oct 2017, 09:36 AM

সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো.সাইফুজ্জামান হিরো রোববার এ আদেশ দেন বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা।

তিনি বলেন, নগরীর ফুটপাতগুলো দখলমুক্ত করতে ও অবৈধ দখলদারদের তালিকাসহ সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে গত ২৫ মে কোতোয়ালি থানার ওসি ও মেয়রকে নির্দেশ দেয় আদালত।

“এরপর গত ৮ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে মেয়র আদালতে আবেদন করলে বিচারক তাকে এক মাসের সময় দেন। কিন্তু পরবর্তী তিন মাসের মধ্যেও তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করেননি।”

ওসি গৌছুল হোসেন

এ বিষয়ে ব্যাখ্যা দিতে বিচারক আগামী ১৬ অক্টোবর তাদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান এ আইনজীবী।

তিনি বলেন, ওসি ও মেয়রকে একইসঙ্গে একইদিনে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালতের আদেশের অনুলিপি পাওয়ার কথা নিশ্চিত করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী ও ওসি গৌছুল হোসেন।

এদিকে আদালতের আদেশের পর সোমবার দুপুরে নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। প্রথম দিন নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।