শুল্ক ফাঁকি দিয়ে আনা কোটি টাকা মূল্যের ‘লেক্সাস’ জব্দ

সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে আনা আরও একটি বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2016, 11:25 AM
Updated : 20 April 2016, 11:25 AM

বুধবার  বড়বাজার এলাকায় সিলেট শুল্ক গোয়েন্দা অফিসের সামনে থেকে প্রায় দেড়কোটি টাকা মূল্যের ‘লেক্সাস’ ব্রান্ডের গাড়িটি  এক ব্যক্তি রেখে গেছেন বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ।

তিনি বলেন, ‘কার্নেট ডি প্যাসেজ’ সুবিধার আওতায় লন্ডন থেকে গাড়িটি আনা হয় জানিয়ে একটি চিঠিসহ গাড়িটি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের আঞ্চলিক কার্যালয়ের সামনে রেখে গেছেন এক ব্যক্তি। তবে তার পরিচয় জানা যায়নি।

“শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লেখা ওই চিঠিতে গাড়ির মালিক জানান, ২০১১ সালে কার্নেট ডি প্যাসেজ সুবিধার আওতায় এক বছর মেয়াদে গাড়িটি সিলেটে আনেন। পরবর্তীতে তিনি এ সুযোগ বৃদ্ধি করতে পারেননি।”

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা বলেন, “ট্যাক্স পরিশোধের সক্ষমতাও  না থাকায় তা পরিশোধ ও গাড়িটিও আর ব্যবহার করেননি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি গাড়িটি শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন।”

এর আগে ১০ এপ্রিল আম্বরখানা এলাকার বিএম টাওয়ারের পার্কিং এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি ‘মার্সিডিজ বেঞ্জ’ একটি গাড়ি আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।