হবিগঞ্জে শিশু সাংবাদিকতা বিষয়ক ২ দিনের কর্মশালা শুরু

এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2022, 12:51 PM
Updated : 19 Nov 2022, 12:51 PM

হবিগঞ্জে শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার সকালে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়াতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

ইউনিসেফ-এর সহযোগিতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকম- এর আয়োজন করে।

এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

পুলিশ সুপার মুরাদ আলি বলেন, সাংবাদিকরা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাংবাদিকরা সমাজের যে কোনো ধরনের অসংগতি তুলে ধরলে আইনশৃঙ্খলা বাহিনীরও কাজের সুযোগ তৈরি হয়।

এ কর্মশালার প্রশংসা করেন এসপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক শাহ ফখরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন আরফিন নাহার এবং শাহ ফখরুজ্জামান।

উদ্বোধনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে খাতা-কলম, ব্যাগসহ অন্যান্য প্রশিক্ষণ উপকরণ দেওয়া হয়।