১০ দিন আগে রাজিব শেখ সিঙ্গাপুর থেকে দেশে আসেন।
Published : 11 Feb 2024, 02:09 PM
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মুখোমুখি সংঘর্ষের পর বাস ও মোটরসাইকেল খাদে পড়ে গেলে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ভাইসহ অন্তত ১৬ জন।
রোববার বেলা ১২টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারীর খন্দকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয় বলে জানান মুকসুদপুর থানার ওসি মো. আশরাফুল আলম।
নিহত রাজিব শেখ (৩৫) উপজেলার দিগনগর ইউনিয়নের কানুড়িয়া গ্রামের জব্বার শেখের ছেলে। ১০ দিন আগে তিনি সিঙ্গাপুর থেকে দেশের বাড়িতে আসেন।
দুর্ঘটনায় তার ছোট ভাই রানা শেখ (২৫) আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আশরাফুল বলেন, দুই ভাই বাড়ি থেকে মোটরসাইকেলে মুকসুদপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। তারা খন্দকারপাড়া এলাকায় পৌঁছালে মুকসুদপুর থেকে বরইতলা গামী আরাফাত এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাস ও মোটরসাইকেলটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়লে ঘটনাস্থলেই রাজীব শেখ নিহত হন। আহত হন মোটরসাইকেলের অপর আরোহী রানা শেখ ও বাসযাত্রীসহ অন্তত ১৬ জন।
পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত রানা শেখকে ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া চার জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি।