হ্যালোইন ডে মানে ক্যান্ডি আর চকোলেট

সিডনির বিভিন্ন সড়কে বড় ভূত, ছোট ভূত, বুড়ো ভূত, কুঁজো ভূত, লাঠি ভূত আর রক্তচোষা ভ্যাম্পায়ার ঘুরে বেড়াচ্ছে।

নাইম আব্দুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2017, 12:12 PM
Updated : 31 Oct 2017, 12:12 PM

কেউবা সেজেছে ডাইনোসর, কেউ বা গডজিলা। আবার কেউ অতিকায় ভয়ঙ্কর কোনও প্রাণী। সবকিছু মিলিয়ে ভূত-প্রেতের আনাগোনায় ভীতির নগরী হয়ে উঠেছে পুরো সিডনি।

মঙ্গলবার ইউরোপ, আমেরিকা, নিউজিল্যান্ড, জাপান অস্ট্রেলিয়াসহ সিডনিতে হ্যালোইন বা ভূত প্রেতের সন্ধ্যা উদযাপিত হচ্ছে।

সকাল থেকেই ছোট ছোট শিশুরা হ্যালোইনের কস্টিউম পরে নানা ধরনের ভূত-প্রেত সেজে ঘরে ঘরে, দোকান-পাটে গিয়ে হানা দিয়ে ‘ট্রিক অর ট্রিট’ বলছে।

এসময় বড়রা শিশুদের হাতে ক্যান্ডি তুলে দিচ্ছে। তারা দিনভর ঘুরে ঘুরে ক্যান্ডি দিয়ে ঝুড়ি ভরে ফেলছে। তারপর সন্ধ্যায় তারা নামবে ভূত-প্রেতাত্মার মিছিলে।

আমার এক বন্ধুর মেয়ে হ্যালোইনের আজকের দিনে ভ্যাম্পায়ার সেজে ঘুরে বেড়াচ্ছে আর বলছে ‘ট্রিক অর ট্রিট'।

আমি তাকে জিজ্ঞেস করলাম, হ্যালোইন ডে মানে কি? সে বললো, ক্যান্ডি আর চকোলেট।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!