সমাবেশে জাতীয় পতাকা হাতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন তারা।
Published : 09 Sep 2024, 01:21 PM
জাতীয় সংগীত বদলে ফেলার দাবির প্রতিবাদ জানিয়ে ‘মুক্তিযুদ্ধের আদর্শে’ দেশ পরিচালনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত কয়েক হাজার প্রবাসী।
রোববার বিকেলে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশে জাতীয় পতাকা হাতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন তারা।
‘তুমি কে আমি কে-বাঙালি বাঙালি’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘পদ্মা-মেঘনা-যমুনা তোমার আমার ঠিকানা’ এবং ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি স্লোগান দেন অংশগ্রহণকারীরা। স্লোগানের মাঝে চলে গণসংগীত ও কবিতা আবৃত্তি।
সমাবেশে আয়োজকদের অন্যতম মুক্তিযোদ্ধা নুরুন্নবী বলেন, “মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত পতাকা, জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার যে সুগভীর একটি চক্রান্ত চলছে, তার প্রতিবাদ জানাতে আজকের এ সমাবেশ। এখানে জাতীয় সংগীতের মাধ্যমে, দ্রোহের কবিতা আবৃত্তির মাধ্যমে ও মুক্তিযুদ্ধের রণসংগীত গেয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে চলমান ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়িত হতে দেব না এবং যে কোন মূল্যে প্রতিহত করতে বদ্ধপরিকর।”
বেলাল বেগ বলেন, “৩০ লাখ বাঙালির রক্ত আর তিন লক্ষাধিক নারীর সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে অর্জিত লাল-সবুজের পতাকা আর অবিস্মরণীয় জাতীয় সংগীত ৫৩ বছর পর একাত্তরের পরাজিত শক্তির চেলা-চামুন্ডারা কোন সাহসে পরিবর্তনের কথা বলছে?”
সমাবেশের ‘অঙ্গীকারপত্র’ পড়ে শোনান সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা মিথুন আহমেদ।
তিনি বলেন, “আমরা বিরোধিতা করি অপরাজনীতিকে। আমরা বিরোধিতা করি বিরাজনীতিকরণের দুরভিসন্ধিকে। আমরা বিরোধিতা করি রাষ্ট্রক্ষমতা দখলের ঘৃণ্য সাম্রাজ্যবাদী চক্রান্তকে। আমরা বিরোধিতা করি অসাংবিধানিক উপায়ে ক্ষমতার পালাবদলের সব অপচেষ্টাকে।”