
মৃত এরশাদ বেশি শক্তিশালী হবে: রাঙ্গাঁ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2019 09:25 PM BdST Updated: 12 May 2019 09:39 PM BdST
সাবেক সামরিক শাসক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর পর কী হবে, সে বিষয়ে কথা বলতে শুরু করেছেন দলটির শীর্ষ নেতারা।
পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, “হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানেই তার প্রকৃত মূল্যায়ন হবে। জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী হবেন।”
তবে এরশাদের অবর্তমানে যে শূন্যতা সৃষ্টি হবে, তা এককভাবে কারও পক্ষে পূরণ করা সম্ভব নয় বলে মনে করেন তার ছোট ভাই ও দলের ভবিষ্যৎ চেয়ারম্যান জিএম কাদের।
৯০ বছর বয়সী এরশাদের অসুস্থতার মধ্যে রোববার জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের নেতাদের নিয়ে এক দলীয় সভায় দলটির গুরুত্বপূর্ণ দুই নেতার এমন বক্তব্য আসে।
১৯৮১ সালের ৩০ মে সামরিক শাসক জিয়াউর রহমান সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার পর দৃশ্যপটে আসেন সেনা কর্মকর্তা হুসেইন মুহম্মদ এরশাদ। ১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্রপতি আবদুস সাত্তারের সরকারকে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন তিনি। গণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ।
এরপর কয়েক বছর কারাগারে থাকতে হলেও ক্ষমতায় থাকাকালে গড়ে তোলা জাতীয় পার্টির কল্যাণে কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে আছেন সাবেক এই সামরিক শাসক।
বেশ কিছু দিন ধরে দলীয় সভা-সমাবেশ বা প্রকাশ্য অনুষ্ঠানে এরশাদকে দেখা যাচ্ছে না। রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতায় ভুগতে থাকা এরশাদ এরমধ্যে দুই দফায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে এসেছেন।

এরশাদকে সবশেষ দেখা গেছে গত ৪ মে, ওই দিন মধ্যরাতে বাসায় সাংবাদিকদের ডেকে জি এম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন তিনি।
এরপর দল গোছাতে মনোযোগী জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীতে গত সপ্তাহেই আটজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে বসে ছয় বছর পর জাতীয় ছাত্র সমাজের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন জিএম কাদের।
ওই সম্মেলনের জন্য তিনি ছাত্র সমাজের সাবেক নেতাদের নিয়ে ১১ সদস্যের সম্মেলন সমন্বয় কমিটি গঠন করে দিয়েছেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমন্বয় কমিটিতে রয়েছেন আলমগীর শিকদার লোটন, গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, শাহ-ই-আজম, শামীম আহমেদ রিজভী, সৈয়দ মো. ইফতেখার আহসান (হাসান), ইকবাল হোসেন রাজু, আব্দুল হামিদ ভাসানী, নির্মল দাস, ফখরুল আহসান শাহাজাদা ও মিজানুর রহমান মিরু।
এই সভায় ছাত্রনেতাদের উদ্দেশে মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, “আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জাতীয় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।”
দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদের অর্বতমানে যে শুন্যতা সৃষ্টি হবে, তা এককভাবে পূরণ করা সম্ভব হবে না। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুশৃঙ্খলভাবে জাতীয় পার্টির রাজনীতি এগিয়ে নিতে হবে।”
সম্প্রতি সভাপতিমণ্ডলীর সদস্য হওয়া আলমগীর শিকদার লোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় পার্টির ছাত্র রাজনীতি আবারও চাঙ্গা করা হবে এবারের সম্মেলনের মধ্য দিয়ে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে জাতীয় কাউন্সিল। এখন থেকে তাই সব সংগঠনগুলোকে ঢেলে সাজাব আমরা।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- দলে সরকারের এজেন্ট ঢুকেছে: ফখরুল
- আওয়ামী লীগের সম্মেলনে দাওয়াত পাচ্ছেন ‘সংলাপের’ নেতারা
- মটরসাইকেলে আগুন: ফখরুলসহ ২৩ জনের আগাম জামিন
- জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদের মৃত্যু
- খালেদার সাক্ষাৎ বাতিলের নির্দেশদাতা কর্তৃপক্ষ কে: রিজভী
- আ. লীগের সম্মেলনের খাবারে মোরগ-পোলাও, উপহারে স্মরণিকা
- ভারতের নাগরিকত্ব আইনে বাংলাদেশের জন্য ‘হুমকি’ দেখছেন ফখরুল
সর্বাধিক পঠিত
- আমার বাবা কি মুসলমান ছিলেন না: নুজহাত চৌধুরী
- চলে গেলেন পৃথ্বীরাজ
- খুন হওয়া চীনা নাগরিকের ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ’
- নেত্রকোণায় অর্ণবের শেষকৃত্যে মানুষের ঢল
- রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে রুখে দিল সোসিয়েদাদ
- শুধু সান্ধ্য নয়, হরেক রকম কোর্স পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়
- প্রথম ধাপে ১০৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ
- যে রেকর্ড শুধুই আবিদ আলির
- বোলিংয়ে সাকিবের মতো অবদান রাখার ভাবনা মাহমুদউল্লাহর
- কৌতিনিয়োর হ্যাটট্রিকে জয়ে ফিরল বায়ার্ন