নিজের নির্বাচনী আসন ভাইকে ছেড়ে দিচ্ছেন মুহিত

দুই বার এমপি হয়ে দুই বারই মন্ত্রিত্বের ভার সামলে আসা আবুল মাল আবদুল ‍মুহিত আর নির্বাচন করবেন না বলে জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2016, 02:01 PM
Updated : 5 June 2016, 03:46 PM

নিজের নির্বাচনী এলাকা সিলেট-১ আসনটি ভাই এ কে এ মোমেনকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

মুহিতের ছোট ভাই মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালনের পর গত বছর দেশে ফেরেন।

নির্ধারিত সময় ২০১৯ সালে ভোট হলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিতের বয়স তখন হবে ৮৬ বছর।

সামরিক শাসক এইচ এম এরশাদের আমলে দুটি বাজেট দেওয়া মুহিত আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৯ সালে মন্ত্রী হওয়ার পর টানা অষ্টম বাজেটটি দিলেন গত ২ জুন।

রোববার অর্থ মন্ত্রণালয়ে নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক এক সভার পর মুহিত আর ভোটে অংশ না নেওয়ার পরিকল্পনা সাংবাদিকদের জানান।

তিনি বলেন, অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বের কারণে নির্বাচনী এলাকার যে দায়িত্ব রয়েছে সেটা পালন করতে পারছেন না তিনি।

সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, “না, আমি (আর নির্বাচন) করছি না।”

আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

গত মেয়াদে দায়িত্ব পালনের শেষ দিকে নিজের শারীরিক অসামর্থ্যের বিষয়টি তুলে ধরে মুহিত বলেছিলেন, আর মন্ত্রী হবে না। তবে পরে মন্ত্রিত্ব নিয়েছিলেন তিনি।

এবার নির্বাচন করবেন না জানানোর পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন- এটা কি নিশ্চিত হয়ে গেছে?

তখন মুহিত বলেন, “হ্যাঁ, হ্যাঁ।”

কথা প্রসঙ্গে এলাকার উন্নয়ন প্রকল্প নিয়ে ‘ভবিষ্যত প্রার্থী’ কাজ করছেন বলে ভাই মোমেনের কথা জানান মন্ত্রী।

সিলেট-১ আসনে তাহলে কে প্রার্থী হচ্ছে- জানতে চাইলে তিনি প্রথমে বলেন, “মোমেন।”

পরক্ষণেই আবার বলেন, “হি ইজ প্রিপেয়ারিং দ্য গ্রাউন্ড। উই কান্ট সে...। এটা তো দেখতে হবে, তার গ্রহণযোগ্যতা, তারপর পার্টির অবস্থান। সব ‍কিছু দেখে.. বাট হি ইজ ইন দ্য ফিল্ড।”