‘বঙ্গবন্ধু’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অ্যাপটি তৈরি করেছে দুর্বার টেকনোলজিস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2024, 02:35 PM
Updated : 24 Feb 2024, 02:35 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে ‘বঙ্গবন্ধু’-অ্যাপ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুর্বার টেকনোলজিস লিমিটেডের বানানো অ্যাপটির উদ্বোধন করেন বলে তার দপ্তর থেকে জানানো হয়। 

শেখ হাসিনা অনুষ্ঠানে বলেন, "এই অ্যাপের মাধ্যমে সহজেই জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সাথে আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।" 

এ উদ্যোগের সঙ্গে জড়িত সবাইকে ‘অনুপ্রেরণামূলক দিক নির্দেশনা’ দেন প্রধানমন্ত্রী। 

অন্যদের মধ্যে এস এম ফারুকী হাসান, রাজী মোহাম্মদ ফখরুল, লুৎফুর রহমান, রেজাউল মাকসুদ জাহেদী, লে. কমান্ডার মসিউল, জামিলুর রহমান, মো সুমন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।