ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৪ জন

এবছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪৫ জনে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2024, 01:24 PM
Updated : 26 March 2024, 01:24 PM

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪ জন; এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে একজন ভর্তি হয়েছে ঢাকায়। এর বাইরে ঢাকা বিভাগে দুজন আর চট্টগ্রাম বিভাগে একজন রোগী ভর্তি হওয়ার খবর পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে এবছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২২ জন।

কেবল জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চের ২৬ দিনে আক্রান্ত হয়েছেন ২৫১ জন; এ মাসে ৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৭ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ৩৮ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ২৯। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে ওই বছর।