ঢাকার একটি বেসরকারি হাতপাতালে চিকিৎসাধীন আছেন নুসরাত ফারিয়া।
Published : 09 Feb 2024, 01:39 PM
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
ফেইসবুকে এক পোস্টে ফারিয়া নিজেই জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বাসায় অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি।
রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাতপাতালে ভর্তি করা হয়।
দ্রুত সুস্থ হতে সবার কাছে ফারিয়া দোয়া চেয়েছেন।
তবে অসুস্থতার ধরন বা চিকিৎসকরা কি বলছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি। এরপর বাংলাদেশের পাশাপাশি কলকাতার একাধিক সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া।
এর মধ্যে এই অভিনেত্রীর ‘বস ২’, ‘বিবাহ অভিযান’ আলোচনায় এসেছে। গেল বছর মুক্তি পাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ফারিয়া মূলত অভিনেত্রী, তবে গানও করেন নিয়মিত। নানা অনুষ্ঠানে মঞ্চে নিজের গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায় তাকে।