ধোনিকে ছাড়িয়ে শীর্ষে নেতা কোহলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2021 05:14 PM BdST Updated: 19 Jun 2021 05:14 PM BdST
ভারতের টেস্ট ইতিহাসের সফলতম অধিনায়ক হিসেবে নিজেকে আগেই প্রতিষ্ঠিত করেছেন বিরাট কোহলি। এবার আরেকটি রেকর্ডেও তিনি ছাড়িয়ে গেলেন সবাইকে। ৩২ বছর বয়সী ব্যাটসম্যান গড়লেন সাদা পোশাকে ভারতকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড।
কোহলির এই অর্জনটি ধরা দিল বিশেষ একটি ম্যাচে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে টস করতে নেমেই নতুন উচ্চতায় পা রাখলেন তিনি।
৬০ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে এতদিন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি। এবার পূর্বসূরিকে ছাড়িয়ে রেকর্ডটি করে নিলেন শুধুই নিজের।
সাউথ্যাম্পটনে মাইলফলকটি ছুঁয়ে ফেলতে পারতেন কোহলি শুক্রবারই। কিন্তু বৃষ্টির দাপটে টসই করা সম্ভব হয়নি ওই দিন।
২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে ধোনির চোটে প্রথমবার টেস্ট নেতৃত্বের স্বাদ পান কোহলি। অ্যাডিলেইডে সেই টেস্টে দল হারলেও কোহলি দুই ইনিংসে খেলেন ১১৫ ও ১৪১ রানের ইনিংস।
পরে ওই সফরেই বক্সিং ডে টেস্টের পর ধোনি আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানালে কোহলি দায়িত্ব পান পাকাপাকিভাবে। নিয়মিত অধিনায়ক হিসেবেও প্রথম ইনিংসে খেলেন ১৪৭ রানের ইনিংস। সেই থেকে চলছে অধিনায়ক কোহলির জয়যাত্রা।
কোহলি ও ধোনি ছাড়া ভারতকে পঞ্চাশ টেস্টে নেতৃত্ব দিতে পারেননি আর কেউ। এই দুইজনের পরে আছেন সৌরভ গাঙ্গুলি। তার অধিনায়কত্বে ৪৯ টেস্ট খেলেছে ভারত।
৪৭টি করে টেস্টে টস করেছেন মোহাম্মদ আজহারউদ্দিন ও সুনিল গাভাস্কার, ৪০ টেস্টে মনসুর আলি খান পতৌদি।
এই টেস্টের আগে কোহলির নেতৃত্বে ৩৬ টেস্ট জিতেছে ভারত। ধোনির নেতৃত্বে জয় ছিল ২৭টি, সৌরভের নেতৃত্বে ২১টি।
ভারতের নেতৃত্বে সবচেয়ে বেশি রান (৫ হাজার ৩৯২) ও সবচেয়ে বেশি সেঞ্চুরির (২০) রেকর্ডও কোহলির।
-
লিটনের পর সাকিবের বিদায়ে বিপদে বাংলাদেশ
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- লিটনের পর সাকিবের বিদায়ে বিপদে বাংলাদেশ
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল