টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2021 08:42 PM BdST Updated: 08 Mar 2021 08:42 PM BdST
-
দেবদূত পাডিক্কালের সেঞ্চুরি উদযাপন। ছবি: টুইটার
বিজয় হাজারে ট্রফিতে দেবদূত পাডিক্কালের ব্যাটে রানের জোয়ার যেন থামছে না। দারুণ ছন্দে থাকা ২০ বছর বয়সী ব্যাটসম্যান করেছেন আরেকটি সেঞ্চুরি। বসেছেন কুমার সাঙ্গাকারা ও আলভিরো পিটারসেনের পাশে। লিস্ট ‘এ’ ক্রিকেটে কেবল এই তিন জনেরই আছে টানা চার ইনিংসে সেঞ্চুরি।
ভারতের ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে সোমবার কর্ণাটকের হয়ে কেরালার বিপক্ষে ১১৯ বলে পাডিক্কাল করেন ১০১ রান। ১০ চার ও ২ ছক্কায় গড়া ইনিংসটির পথে রবিকুমার সামার্থের সঙ্গে গড়েন ২৪৯ রানের উদ্বোধনী জুটি। সামার্থ ৮ রানের জন্য পাননি ডাবল সেঞ্চুরি (১৫৮ বলে ১৯২)।
গ্রুপ পর্বে পাডিক্কালের আগের তিন ইনিংস ছিল যথাক্রমে অপরাজিত ১৪৫, অপরাজিত ১২৬, ও ১৫২। এর আগের ইনিংসে আউট হয়েছিলেন ৯৭ রানে। না হলে হয়তো প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি পেতেন টানা পাঁচ ইনিংসে।
ছয় ইনিংসে ১৬৮.২৫ গড়ে ৬৭৩ রান করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক বাঁহাতি এই ব্যাটসম্যান। চারটি সেঞ্চুরির পাশে ফিফটি আছে দুটি।
গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৫ ইনিংসে পাডিক্কাল করেছিলেন ৪৭৩ রান। জিতেছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আসন্ন আইপিএলেও তিনি খেলবেন একই দলের হয়ে। নিশ্চিতভাবে সবার বাড়তি নজর থাকবে তার দিকে।
২০১৫ বিশ্বকাপে টানা চার ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কান গ্রেট সাঙ্গাকারা। ২০১৫-১৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা মোমেন্টাম কাপে এই কীর্তি গড়েন পিটারসেন।
সেই তালিকায় যোগ হলেন এবার পাডিক্কাল। তার রেকর্ডের ম্যাচে কর্ণাটক ৩ উইকেটে তোলে ৩৩৮ রান, জেতে ৮০ রানে।
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট