ওয়েস্ট ইন্ডিজ ওআয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়-পরাজয় হতে দেয়নি বৃষ্টি। তিনম্যাচ সিরিজের প্রথমটিতে রোমাঞ্চকর জয়ে সিরিজে এগিয়ে আছে আইরিশরা।
সেন্ট কিটসে শনিবারবৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ড ১৯ ওভারে ৯ উইকেটে তোলে ১৪৭ রান। পোলার্ড নেন ২৫রানে ৪ উইকেট।
ক্যারিবিয়ানদের রানতাড়া বৃষ্টিতে থমকে যায় তৃতীয় ওভারে। আর শুরু হতে পারেনি খেলা।
আইরিশরা ব্যাটিংয়েনেমেছিল টস হেরে। ২৩ রানের মধ্যে হারায় তারা দুই ওপেনার পল স্টার্লিং ও কেভিন ও’ব্রায়েনকে। কিন্তু তৃতীয় উইকেটেআগ্রাসী ব্যাটিংয়ে উল্টো ক্যারিবিয়ানদের চাপে ফেলে দেন অ্যান্ড্রু বালবার্নি ও গ্যারেথডেলানি।
৪৩ বলে ৭২ রানেরজুটি গড়েন এই দুজন। দুই ব্যাটসম্যানকেই ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরান পোলার্ড।
৫ ছক্কায় ২২ বলে৪৪ রানের ইনিংস খেলেন ডেলানি। অধিনায়ক বালবার্নি করেছেন ৩৪।
পোলার্ড-কটরেলদেরবোলিংয়ে এরপর আর সুবিধে করতে পারেনি আইরিশরা। পাঁচে নেমে হ্যারি টেক্টর ২৩ বলে ৩১ করেছেনবটে। তবে পরের ৫ ব্যাটসম্যানের কেউ ছাড়াতে পারেননি ৫ রান। ৩৬ রানের মধ্যে হারায় তারা৬ উইকেট।
ক্যারিয়ারে প্রথমবার৪ উইকেটের স্বাদ পান পোলার্ড। ৪ ওভারে মাত্র ১০ রানে ২ উইকেট নেন কটরেল।
ক্যারিবিয়ানদের রানতাড়ায় প্রথম ওভারেই হয়ে যায় অনেক নাটক। স্টার্লিংকে ছক্কা ও চারের পর আউট হয়ে যান লেন্ডলসিমন্স। একটু পরই সব নাটকীয়তায় জল ঢেলে দেয় প্রকৃতি।
তৃতীয় ম্যাচ জিতলেএখন কেবল সিরিজে সমতাই ফেরাতে পারবে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১৯ওভারে ১৪৭/৯ (স্টার্লিং ১৭, ও’ব্রায়েন ৪, বালবার্নি ৩৬, ডেলানি ৪৪, টেক্টর ৩১, উইলসন ৫, ডকরেল ২, সিমি৪, ম্যাককার্থি ০, লিটল ০*; কটরেল ৪-০-১০-২, শেফার্ড ৪-০-৩৮-১, পিয়ের ২-০-২১-০, ওয়ালশ২-০-৩২-০, ব্রাভো ৩-০-১৮-০, পোলার্ড ৪-০-২৫-৪)।
ওয়েস্ট ইন্ডিজ:(লক্ষ্য ১৯ ওভারে ১৫২) ২.১ ওভারে ১৬/১ (সিমন্স ১০, লুইস ২*, হেটমায়ার ৪*; স্টার্লিং১-০-১১-১, সিমি ১-০-৫-০, ম্যাককার্থি ০.১-০-০-০)
ফল: ম্যাচ পরিত্যক্ত
সিরিজ: ৩ ম্যাচেরসিরিজে আয়ারল্যান্ড ১-০তে এগিয়ে