টেস্টের আগে ভালো প্রস্তুতির তৃপ্তি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2017 08:25 PM BdST Updated: 26 Sep 2017 08:25 PM BdST
সফরের শুরু ছিল জোহানেসবার্গ হয়ে। এরপর বেনোনিতে প্রস্তুতি ম্যাচ খেলে রোববার পচেফস্ট্রুম গিয়েছে বাংলাদেশ দল। প্রথম টেস্টের ভেন্যু সেনওয়েস পার্কে অনুশীলন হয়েছে দুদিন। এখনও পর্যন্ত প্রস্তুতি যতটা হয়েছে, তাতে সন্তুষ্ট দল।
গত ১৭ অগাস্ট দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে বাংলাদেশ দল। বেনোনিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের সঙ্গে খেলেছে তিন দিনের ম্যাচ। মঙ্গলবার প্রস্তুতি নিয়ে দলের তৃপ্তির কথা জানালেন ইমরুল কায়েস।
“যেহেতু এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় এসেছি আমরা, প্রস্ততি ম্যাচও খেলেছি, সবকিছু মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। প্রস্তুতি ম্যাচটি থেকে আশা করি সবার আত্মবিশ্বাস আরও বেড়েছে। প্রস্তুতি তাই বেশ ভালো।”

“রান যেখানেই করি না কেন, আত্মবিশ্বাস বাড়ে। বাংলাদেশে রান করি বা এখানে, নিজের কাছে ভালো লাগে। আশা করি ভালো কিছু হবে।”
পচেফস্ট্রুমের এই মাঠে ওয়ানডে হয়েছে ১৮টি, তবে টেস্ট মাত্র একটি। ২০০২ সালে সেই টেস্টেও দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। তিন দিনেই ইনিংস ব্যবধানে হেরেছিল সেই বাংলাদেশ। শুধু সেই ম্যাচ নয়, ২০০২ ও ২০০৮ মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় চার টেস্টের সবকটিতেই ইনিংসে হেরেছে বাংলাদেশ।
তবে সে সময়ের দলের সঙ্গে এখনকার দলের তফাত অনেক। গত দেড়-দুই বছরে টেস্টেও ধারাবাহিক উন্নতির প্রমাণ রেখেছে মুশফিকুর রহিমের দল। এবার দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে সেই ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ।
-
অজুহাত না দিয়ে উন্নতির আশায় বাংলাদেশ কোচ
-
ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
-
ব্যাটিং ঝলকের পর বল হাতেও বিধ্বংসী বুমরাহ, চাপে ইংল্যান্ড
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)