Published : 16 Aug 2014, 05:41 PM
একমাত্র বঙ্গবন্ধুই বাঙালীদের মানে আমাদের ভাল চিনেছিলেন- যা সে তার অসমাপ্ত জীবনী গ্রন্থে লিখে গেছেন এবং নিজ জীবন দিয়ে তা প্রমাণও করেছেন!
অর্থাৎ থিয়োরিটিক্যালি ও প্র্যাক্টিক্যালী তিনি প্রমাণ করে গেছেন যে, বাঙ্গালী মানুষ হলেও স্বভাবে তারা "বিশ্বাসঘাতক"; জনে জনে মীরজাফর-বিভীষণ! এই মুলকে ঘরে ঘরে শুধুই বেইমানের জন্ম হয়!
যেমন নেড়ি কুত্তা মাংস রেখে খায় গু-
তেমনি, এরা দেশ রেখে বিদেশ পানে চেয়ে রয়;
আর সেটা যদি হয় পাকি গু-
তাহলে তো কথাই নেই!
— খাবলা খাবলা, খায় !!!
১৬/০৮/২০১৪