গ্রামীণ টেলিকমের ৪ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

মুহাম্মদ ইউনূসসহ কয়েকজনকে বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2023, 05:20 PM
Updated : 5 Oct 2023, 05:20 PM

অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রামীণ টেলিকমের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

গ্রামীণ টেলিকমের পরিচালক নাজনীন সুলতানা, নূরজাহান বেগম ও হাজ্জাতুল ইসলাম লতিফী এবং পারভীন মাহমুদ বুধবার দুদকের তলবে হাজির হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে তারা কী বক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে কোনো তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, “তদন্তের স্বার্থেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”

এ মামলার তদন্তে মোট ১৩ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। প্রথম দফায় তাদের চারজনকে বুধবার জিজ্ঞাসাবাদ করা হল।

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বুধবার জানান, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসসহ কয়েকজনকে বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গত ৩০ মে মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে আসামি করে এ মামলা করে দুদক।

ইউনূস ছাড়া অন্য আসামিরা হলেন কোম্পানির এমডি মো. নাজমুল ইসলাম, সাবেক এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও এসএম হাজ্জাতুল ইসলাম লতিফী।

এছাড়া অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলামকে আসামি করা হয়েছে।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে: 

https://www.facebook.com/bdnews24/posts/pfbid02ZsvvJTStRtjxKGwCq7Tfu2tQHZGtwrQ5oKtaZFQusjpWjkvdtczFPZhobszyyQqml