বিডিনিউজ২৪ ডটকমের বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাত বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2013, 03:57 PM
Updated : 23 Oct 2013, 06:57 PM

এই অনলাইন সংবাদপত্রের বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন সংবাদ পরিবেশন অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বুধবার এক শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি তাদের অভিনন্দন জানাই। তারা অব্যাহতভাবে বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীনভাবে সংবাদ পরিবেশন করে যাবে বলে প্রত্যাশা করছি।”

বহুমত ও বহুস্বরের সহাবস্থান গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান-মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের বহু কাঙ্ক্ষিত সমাজে অগ্রসর হবার পথে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মতো সংবাদমাধ্যমের দরকার, যারা দেশের মানুষকে মতামত প্রকাশের জায়গা করে দিয়ে মুক্ত ও গণতান্ত্রিক সমাজের আদর্শকে ছড়িয়ে দিচ্ছে। আমাদের গণতন্ত্র জোরদারে এভাবেই তারা সহায়ক ভূমিকা রাখছে।”

“এতে করে গণতান্ত্রিক সচলায়তন আরো বিস্তৃত হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস,” বলেন তিনি।

বার্তা সংস্থা হিসেবে ২০০৫ সালে ‘বিডিনিউজ’ নামে যাত্রা শুরু হলেও পরের বছর ২৩ অক্টোবরের প্রথম প্রহরে সব পাঠকের জন্য উন্মুক্ত  হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বাংলা ও ইংরেজি ভাষায় আত্মপ্রকাশ করে বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র।