রাজশাহীতে জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে।
Published : 02 Mar 2013, 06:13 AM
শনিবার সকাল ১১টার দিকে নগরীর রানীবাজার এলাকার এই সংঘর্ষে এক সংবাদকর্মী গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ বাংলাভিশন টেলিভিশনের ক্যামেরাম্যান আবু সাঈদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডব চলছে।
এর মধ্যে জামায়াত-শিবিরকর্মীরা শনিবার সকালে রানীবাজারের বাটার মোড় থেকে একটি ঝটিকা মিছিল বের করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল থেকে পুলিশকে লক্ষ করে হাতবোমা, গুলি ও ইট ছোড়া হয়। তখন পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে।
জামায়াত-শিবিরকর্মীরা রাজশাহী চেম্বার ভবন ও ডাচবাংলা ব্যাংকের রাজশাহী করপোরেট শাখায় ভাংচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া জানান, বাংলাভিশনের ক্যামেরাম্যান আবু সাঈদ গুলিবিদ্ধ ও দুই পুলিশ আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া এর আগে রেল স্টেশন থেকে জামায়াত-শিবিরের ২৩ জনকে আটক করে পুলিশ।