রাজশাহীতে জুমার নামাজের পর গুলি চালিয়ে, হাতবোমা ফাটিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকর্মীরা।
Published : 01 Mar 2013, 09:28 AM
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর, মির্জাপুর ও মণ্ডলের মোড় এলাকায় প্রায় পৌনে একঘণ্টা ধরে সংঘর্ষ চলে। জামায়াত-শিবির কর্মীরা এ সময় অন্তত ২০টি হাতবোমা ফাটায়।
মতিহার থানার ওসি আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুমার নামাজের পর একদল যুবক ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করে। সহিংসতার আশংকায় পুলিশ বাধা দিলে তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।”
“কিছুক্ষণ পর কয়েকশ শিবির কর্মী সেখানে জড়ো হয়ে পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।”
এক পর্যায়ে শিবির কর্মীরা বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় এবং পুলিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে আব্দুস সোবহান জানান।
সংঘর্ষে মোহনা টেলিভিশনের জেলা সংবাদদাতা মেহেদী হাসান ও চ্যানেল ২৪ এর ক্যামেরাম্যান রাসেল আহত হন।
নাশকাতার আশংকায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেন ওসি সোবহান জানান।
জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বৃহস্পতিবারও রাজশাহীতে সহিংসতা চালায় জামায়াত কর্মীরা।
সংঘর্ষে মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসনাতসহ অন্তত ৩০ জন আহত হন।