বৌদ্ধ ধর্মগুরু বনভান্তে আর নেই

বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2012, 06:24 AM
Updated : 30 Jan 2012, 06:24 AM
রাঙ্গামাটি, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) আর নেই।
সোমবার বিকভল ৩টা ৫৭ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
গত শুক্রবার তাকে মুমূর্ষু অবস্থায় এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রাঙামাটির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও বনভান্তের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের প্রধান ডা. স্নেহ কান্তি চাকমা বনভান্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ৯৩ বছন বয়স্ক কনভান্তে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ ছাড়াও উচ্চ রক্তচাপ, ঠাণ্ডা ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।
এদিকে বনভান্তের মৃত্যুর খবরে তিন পার্বত্য জেলাসহ সারা দেশের বৌদ্ধ স¤প্রদায় ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ধর্মীয় গুরু ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোণা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম ছিল রথীন্দ্র চাকমা। বাবার নাম হারুমোহন চাকমা এবং মাতার নাম বীরপুদি চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮২০ ঘ.