হাজারীবাগে অস্ত্রসহ গ্রেপ্তার যুবলীগ নেতা রিমান্ডে

রাজধানীর হাজারীবাগ থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার যুবলীগ নেতা ইজাজ বিন আলীমসহ পাঁচজনকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2020, 07:44 PM
Updated : 7 July 2020, 07:44 PM

ইজাজ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বলে যুবলীগের একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি বলেন, মঙ্গলবার ইজাজ বিন আলীম (৩৫), হাসান আসিফ হোসেন (৩৫), মো. শরীফ ইসলাম (৩৫), ইমাম হোসেন প্রতিক ওরফে শুভ (২৪) ও মেহেদী হাসান অনিককে (৩৫) আদালতে হাজির করে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আবেদন করলে বিচারক একদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।

সোমবার মুক্তি সিনেমা হলের সামনে থেকে একটি একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, একটি বিদেশি কুড়াল, একটি সুইচ গিয়ার চাকু ও তিনটি মোটরসাইকেলসহ এই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

“তারা হাজারীবাগ এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল,” বলেন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি।

হাজারীবাগ থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের এক সহযোগী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।