শিল্পী মুর্তজা বশীর আইসিইউতে

শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীরকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2017, 05:33 PM
Updated : 12 May 2017, 05:01 AM

চার দিন আগে এই হাসপাতালেরই লিফটে দেড় ঘণ্টা আটকা পড়ে তার শ্বাসকষ্ট বেড়ে যায় বলে শিল্পীর মেয়ে মুনীরা বশীর জানান।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্তজা বশীরকে আইসিইউতে ভর্তি করা হয় বলে জানান তিনি।

মুনীরা বশীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে হাসপাতালের লিফটে গত রোববার রাত সোয়া ১০টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত আটকে ছিলেন তার বাবা৷

“সেদিন হাসপাতালের লিফটে অতিরিক্ত গরমে বাবার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। অবস্থা খুব খারাপ হওয়ায় আমরা তাকে আইসিইউতে নিয়েছি।”

ওই হাসপাতালের আইসিইউতে মুর্তজা বশীরের স্ত্রীও আছেন।

ভাষাবিজ্ঞানী পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ অগাস্ট, ঢাকায়।

মুর্তজা বশীর একাধারে ভাষা সৈনিক, চিত্রকর, শিক্ষক, কবি, চলচ্চিত্র নির্মাতা, শিল্প নির্দেশক, গবেষক ও মুদ্রা বিশারদ। বায়ান্নোর ভাষা আন্দোলনে ছিলেন তিনি, রক্তাক্ত আবুল বরকতকে যারা হাসপাতালে নিয়েছিলেন তাদের মধ্যে এই শিল্পীও ছিলেন।