সাকার বিরুদ্ধে সাক্ষীর মৃত্যু

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া এক সাক্ষী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2015, 06:51 PM
Updated : 25 July 2015, 06:51 PM

শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে সুজিত মহাজনের (৬২) মৃত্যু হয় বলে তার এক স্বজন জানিয়েছেন।

সুজিতের বাড়ি চট্টগ্রামের রাউজানের উনসত্তর পাড়ায়। একাত্তরে তার বাবা ও কাকাকে হত্যা করা হয় ওই পাড়ায়। সুজিত রাউজান উপজেলার ৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

বর্তমান ইউপি সদস্য ও সুজিতের আত্মীয় সুজন মল্লিক বলেন, “সুজিত মহাজন ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।”

অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাতে সুজিত মহাজনকে নগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় জানিয়ে তিনি বলেন, পরে অবস্থার আরও অবণতি হলে তাকে শুক্রবার মা ও শিশু হাসপাতালে আনা হয়।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার পাশাপাশি নিরীহ মানুষ হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিনের আপিলের রায় আগামী ২৯ জুলাই দেবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত।