হঠাৎ উল্টোপথে বাস, দুমড়ে দিল লেগুনা মোটরসাইকেল ও রিকশা

ফুটপাতে ওঠার আগে বাসটি একটি লেগুনা, মোটর সাইকেল ও রিকশাকে দুমড়ে-মুচড়ে দেয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2023, 02:21 PM
Updated : 29 July 2023, 02:21 PM

রাজধানীতে উল্টোপথে আসা বাসের ধাক্কায় ১০ জন আহত হয়েছেন।

তেজগাঁও থানার এসআই সাইফুল ইসলাম জানান, শনিবার দুপুরে মনিপুরী পাড়া এলাকায় জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর ফটকের সামনে হঠাৎ উল্টোপথে ঢুকে পড়েএকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়।

ফুটপাতে ওঠার আগে বাসটি একটি লেগুনা, মোটর সাইকেল ও রিকশাকে দুমড়ে-মুচড়ে দেয়। পরে বাসটি একটি বন্ধ দোকানের দরজায় গিয়ে ধাক্কা মেরে থেমে যায়।

আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- রিকশাচালক জামাল (২৭),  লেগুনার যাত্রী জাহাঙ্গীর (২৫), আরমান (৩০), রেজা (২৮) এবং বাবলা (৪০)।

রিকশাচালক জামাল জানান, তিনি এক নারীকে নিয়ে ফার্মগেইটের দিকে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাসটি সড়ক বিভাজকের ফাঁকা অংশ দিয়ে উল্টো লেনে চলে এসে একটি লেগুনা, মোটরসাইকেল ও তার রিকশাকে চাপা দেয়।

তেজগাঁও থানার এসআই সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় শিখর পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।