০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
শতানীক রায়ের জন্ম ২৩ জানুয়ারি ১৯৯৩। জন্মেছেন মালদা টাউনে। প্রথম বাংলা কবিতা ছাপা হয় ২০১৪ সালে মালদার একটি পত্রিকায়। তারপর থেকে কবিতা অনিয়মিত লিখে চলেছেন। তাঁর দুটো কবিতার বই: ‘মাংস মায়া আর আদ্যানদী’ ও ‘ময়ূর কিংবা নীলমণিলতা’। একটি গদ্যের বই: ‘আমি চলছি ঘরও চলছে’। দুটো সম্পাদিত বই: ‘সুন্দরী ফাঁফারলো’, শার্ল বোদল্যের, ভাষান্তর: মলয় রায়চৌধুরী এবং ‘সাহিত্যে নোবেলজয়ীদের সাক্ষাৎকার’। সম্পাদনা করেন ‘জলটুঙ্গি’ পত্রিকা। যৌথ সম্পাদনা করেন ‘সে’ পত্রিকা এবং শুধুমাত্র অনুবাদের পত্রিকা ‘অরণি’।
ব্যাপারটা বেশিদূর গড়াচ্ছে দেখে রাজা রেগে গিয়ে অপমানকারীকে হত্যার নির্দেশ দিলেন।