২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
সদস্য সচিব, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ। পেশায় চিকিৎসক এই অধ্যাপক মানুষের মনোজগৎ নিয়ে কাজ করে থাকেন। লিখেছেন একাধিক বইও। মনোজাগতিক ক্যানভাসে মস্তিষ্কের নিউরনের সঙ্গে অনুভূতির সংযোগ খোঁজেন মুগ্ধচিত্তে। তার আরেকটি নেশা ভলান্টিয়ার কাজ করা। পাহাড়ে কিংবা সমতলে, আদিবাসী কিংবা বাঙালি প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কাজ করাকে মনে করেন শুধু প্রান্তিকদের জন্য নয়, নিজের মনোজগতিক সতেজতা বজায় রাখার জন্যও প্রয়োজনীয়।
প্রিয়জনের মৃত্যুটা যদি আইসিউতে হয় তখন আমরা আত্মতৃপ্তি পাই যে, যাই হোক সর্বোচ্চ চেষ্টা তো করলাম। কিন্তু যিনি মারা যাচ্ছেন তিনি আইসিইউর বিছানায় নিঃসঙ্গ মেশিনের টিকটিক শব্দের মধ্যে কতটুকু প্রস্তুত হন অন্যভুবনে যেতে? সেটা কি ভাবি আমরা?